ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?

গিয়াসউদ্দীন আযম শাহ

আলাউদ্দীন হুসেন শাহ

ফখরুদ্দীন মোবারক শাহ

ইলিয়াস শাহ


Description (বিবরণ) :

প্রশ্ন: ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?

ব্যাখ্যা: গিয়াসউদ্দিন আজম শাহ পন্ডিত ও কবিদের সমাদর করতেন। পারস্যের কবি হাফিজের সাথে তার পত্রবিনিময় হত। বাঙালি মুসলিম কবি শাহ মুহম্মদ সগীর তার বিখ্যাত রচনা ইউসুফ জুলেখা এ সময়ে সম্পন্ন করেন। এসময় কৃত্তিবাসের রামায়ণ বাংলায় অনুবাদ করা হয়।


Related Question

বাংলার কোন সুলতানের সঙ্গে ইরানের কবি হাফিজের পত্রালাপ হয়েছিল?

গিয়াস উদ্দীন আযম শাহ

আলাউদ্দিন হুসেন শাহ

ফখরুদ্দিন মোবারক শাহ

ইলিয়াস শাহ