একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় ৮, ১২, ১৬ সারিতে সাজানো যায় আবার বর্গাকারে ও সাজানো যায়। ঐ স্কুলের ছাত্র সংখ্যা কমপক্ষে কত হবে?
৯৬
১০০
১৪৪
১৬০
৭
Description (বিবরণ) :
প্রশ্ন: একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় ৮, ১২, ১৬ সারিতে সাজানো যায় আবার বর্গাকারে ও সাজানো যায়। ঐ স্কুলের ছাত্র সংখ্যা কমপক্ষে কত হবে?
ব্যাখ্যা:
২, ৮, ১৬ এর ল, সা, গু = ২×২×২×২×৩ = ৪৮
কিন্তু এতে ছাত্রদের ৮, ১২, এবং ১৬ সারিতে সাজানো গেলেও বর্গাকারে সাজানো যাবে না।
এখন ৪৮ কে পূর্ণবর্গ সংখ্যা করতে হলে ল, সা, গু কে ৩ দ্বারা গুন করতে হবে।
সুতরাং, ছাত্রদের বর্গাকারে সাজানো যাবে, যদি ছাত্রসংখ্যা হয় = (২×২) ×( ২×২)×(৩×৩) = ১৪৪
Related Question
রবীন্দ্রনাথ ঠাকুরের নামে সম্প্রতি কোন দেশে একটি স্কুলের নামকরণ করা হয়েছে?
জাপান
জার্মানি
ব্রিটেন
যুক্তরাষ্ট্র
একটি স্কুলে ৪৫০জন শিক্ষার্থী আছে এবং তার মধ্যে ১৮% ছাত্রী। ঐ স্কুলে কতজন ছাত্রী আছে?
৮১ জন
৮২ জন
৮৩ জন
৮৪ জন