কোনটি শুদ্ধ বাক্য?

He succeeded to win the prize

He cannot pronounce the word

See the word in the dictionary

We got up in dawn


Description (বিবরণ) :

প্রশ্ন: কোনটি শুদ্ধ বাক্য?

ব্যাখ্যা:

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বাক্য?

উত্তরঃ He cannot pronounce the word

ব্যাখ্যা:Succeed to অর্থ - উত্তরাধিকারী হওয়া কিন্তু বাক্যটি পুরস্কার পাওয়া বুঝাচ্ছে, তাই সাফল্য বুঝাতে succeed in হবে। তাই (ক) বাক্যটি ভুল। (খ) বাক্যটি sentence structure এবং syntax - এর দিক থেকে সঠিক। (গ) বাক্যটিতে Dictionary থেকে অর্থ খুঁজে বের করতে look up হবে see হবে না। ( ঘ) বাক্যটিতে in down - এর পরিবর্তে at down হবে।


Related Question

কোনটি শুদ্ধ ?

সৌজন্নতা

সৌজন্যতা

সৌজনতা

সৌজন্য

কোনটি শুদ্ধ বাক্য?

একটা গোপনীয় কথা বলি

একটি গোপন কথা বলি

একটি গোপণ কথা বলি

একটি গুপ্ত কথা বলি

কোনটি শুদ্ধ বানান?

গীতাঞ্জলী

গিতাঞ্জলী

গীতাঞ্জলি

গিতাঞ্জলি

কোনটি শুদ্ধ বানান?

অধগতি

অধঃগতি

অধোগতি

অধোঃগতি

কোনটি শুদ্ধ বানান?

গৃহিণী

গৃহীণি

গৃহিনি

গৃহীণী

কোনটি শুদ্ধ বানান?

ভাগিরথি

ভাগিরথী

ভাগীরথী

ভাগীরথি