মোটরগাড়ির হেডলাইটে কিরূপ দর্পণ ব্যবহার করা হয় ?
উত্তল
অবতল
সমতল
গোলতল
Description (বিবরণ) :
প্রশ্ন: মোটরগাড়ির হেডলাইটে কিরূপ দর্পণ ব্যবহার করা হয় ?
ব্যাখ্যা:
কোনো সমতল পৃষ্ঠ যদি মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তবে তাকে সমতল দর্পণ বলে। চেহারা দেখার জন্য এটি ব্যবহৃত হয়। গোলতল বা গোলীয় দর্পণ দুই প্রকার। যথাঃ ১. অবতল দর্পণ ও ২. উত্তল দর্পণ।
কোনো ফাঁপা গোল্কের ভিত্রের পৃষ্ঠের কিছু অংশ যদি মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে অর্থাৎ অবতল দিকে প্রতিফলন ঘটে তবে তা অবতল দর্পণ। ঠিক উল্টোভাবে গোলকের বাইরের পৃষ্ঠে বা উত্তল দিকে প্রতিফলন ঘটলে তাকে তত্তল দর্পণ বলে । অবতল দর্পণ আলীক রশ্নী একত্রীত করে আর উত্তল দর্তণ আলোক রশ্নি চারদিকে ছড়িয়ে দেয়। এজন্য মোটরগাড়ির হেডলাইট হিসেবে উত্তল দর্পণ ব্যবহৃত হয়। সুতরাং সঠিক উত্তর (ক)।
Related Question
মোটরগাড়ির ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য পানি ব্যবহার করা হয় কেন?
ইঞ্জিনের তাপে পানি সহজেই বাষ্পীভূত হয়
অনেক তাপ শোষণ করলেও পানির উষ্ণতা অল্প বৃদ্ধি পায়
পানি সবচেয়ে; সহজলভ্য তরল পদার্থ
এ কাজের জন্য বিশুদ্ধ পানির প্রয়োজন হয় না