চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণকারী মানুষের নাম ও দেশ ----

ইয়ুরি গ্যাগারিন, রাশিয়া

জন গ্লেন, যুক্তরাষ্ট্র

রিচার্ড এলড্রিন, যুক্তরাষ্ট্র

নীল আর্মস্ট্রং, যুক্তরাষ্ট্র


Description (বিবরণ) :

প্রশ্ন: চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণকারী মানুষের নাম ও দেশ ----

ব্যাখ্যা: নিল আর্মস্ট্রং (জন্ম: ৫ আগস্ট ১৯৩০ - মৃত্যু: ২৫ আগস্ট ২০১২) হচ্ছেন একজন মার্কিন নভোচারী ও বৈমানিক। তিনি চাঁদে অবতরণকারী প্রথম মানুষ হিসাবে পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। তার প্রথম মহাকাশ অভিযান হয় ১৯৬৬ খ্রীস্টাব্দে, জেমিনি ৮ নভোযানের চালক হিসাবে।


Related Question

চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী প্রথম মানব কে?

নীল আর্মস্ট্রং

এডুইন অলড্রিন

মাইকেল কলিন্স

ইউরি গ্যাগারিন