‘এমন ছেলে আর দেখিনি’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় শূন্য
কর্মে শূন্য
অপাদানে শূন্য
অধিকরণে শূন্য
Description (বিবরণ) :
প্রশ্ন: ‘এমন ছেলে আর দেখিনি’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ব্যাখ্যা:
কর্ম কারকে শূন্য বিভক্তির ব্যবহার
(ক) | প্রথমা বা শূণ্য বা অ বিভক্তি | ডাক্তার ডাক। |
পুলিশ ডাক। | ||
ঘোড়া গাড়ি টানে। | ||
আমাকে একখানা বই দাও। (দ্বিকর্মক ক্রিয়ার মুখ্য কর্ম) | ||
রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, এর সুরাহা পেলাম না। (গ্রন্থ অর্থে বিশিষ্ট গ্রন্থকার প্রয়োগে) | ||
অর্থ অনর্থ ঘটায়। | ||
আমার ভাত খাওয়া হলো না। | ||
সূর্য উঠলে অন্ধকার দূর হয়। |
Related Question
‘এমনভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পার' বাক্যে কী ধরনের অব্যয়ের ব্যবহার ঘটেছে?
সংযোজক
বিয়োজক
সংকোচক
অনুগামী সমুচ্চয়ী