নিচের যে বাক্য সংকোচনটি অশুদ্ধ -
আকাশ ও পৃথীবি= ক্রন্দাসী
অপূর্ব সৃষ্টিশিল ক্ষমতা= প্রতিভা
অতি উচ্চ ক্রূর হাসি= দৃপ্তহাসি
পা থেকে মাথা পর্যন্ত= আপাদমস্তক
Description (বিবরণ) :
প্রশ্ন: নিচের যে বাক্য সংকোচনটি অশুদ্ধ -
ব্যাখ্যা:
অশুদ্ধ এক কথায় প্রকাশটি হচ্ছে -
অতি উচ্চ ক্রূর হাসি - দৃপ্তহাসি।
কারণ অতি উচ্চ ক্রূর হাসি কে বলা হয় অট্টহাসি।
Related Question
তুলনা বোঝাতে নিচের যে বাক্যে 'না' ব্যবহৃত হয়েছে-
হয় তুমি যাবে, না হয় আমি
তার না আছে লোভ, না আছে হিংসা
আমি না গেলে তুমি যেও
ছেলেতো না, একটা বিচ্ছু
নিচের যে বাক্যটিতে ভাষার অপপ্রয়োগ ঘটেনি-
ছেলেটি মারাত্মক মেধাবী
দরিদ্র শিক্ষার্থীদের ঝরে পড়ার সম্ভাবনা প্রচুর
আজ তার পঞ্চাশতম জন্মবার্ষিকী
সে পান্তা ভাত খেয়ে মাঠে গেল