শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?

শব্দ

ধ্বনি

বর্ণ

চিহ্ন


Description (বিবরণ) :

প্রশ্ন: শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?

ব্যাখ্যা: অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। যেমন : হাত, পা, নাক ইত্যাদি। যে সকল চিহ্নের দ্বারা উচ্চারিত ধ্বনিগুলোকে নির্দেশ করা হয় তাকে বর্ণ বলে। যেমন - অ , আ, ক, খ ইত্যাদি ধ্বনিগুলো মুখে উচ্চারিত হয় । এগুলোর লিখিত প্রতীক হলো বর্ণ। বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রুপ , ধ্বনি নির্দেশক চিহ্ন বা ধ্বনির প্রতীক। মানুষের কণ্ঠ নিঃসৃত শব্দকেই ধ্বনি বলে। অর্থাৎ কোনো ভাষার উচ্চারিত শব্দ বিশ্লেষণ করলে তার মধ্যে যে শব্দ পরমাণু বা শব্দের অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ পাওয়া যায় তাই ধ্বনি। অর্থাৎ শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি।


Related Question

'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ কি?

নীরদ

উদধি

মার্তন্ড

অবনী

'কুজ্ঝটিকা' শব্দের অর্থ হলোঃ

কুয়াশা

অনুকার

প্রভাকর

শৈল

"সংশয়" শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

বিস্ময়

নির্ভয়

দ্বিধা

প্রত্যয়

"তাৎক্ষণিক" শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

তৎ + ক্ষণিক

তাৎ + ক্ষণিক

ততক্ষণ + ইক

তৎক্ষণ + ইক