নিম্নের কোনটি দ্বীপ দেশ?

ভূটান

মিয়ানমার

বাংলাদেশ

শ্রীলঙ্কা


Description (বিবরণ) :

প্রশ্ন: নিম্নের কোনটি দ্বীপ দেশ?

ব্যাখ্যা:

শ্রীলঙ্কা দ্বীপ দেশ।

শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। এর সরকারি নাম গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রী শ্রীলঙ্কা।

১৯৭২ সালের আগে এই দ্বীপ সিলন নামেও পরিচিত ছিল। এর প্রশাসনিক রাজধানীর নাম শ্রী জয়াবর্ধেনেপুরা কোট্টে। এর প্রধান শহর কলম্বো।

ভারতের দক্ষিণ উপকূল হতে ৩১ কিলোমিটার দূরে অবস্থিত। ২ কোটি জনসংখ্যার এই দেশে ১৪% এর অধিক লোকজনের দৈনিক আয় ১.২৫ মার্কিন ডলারের নিচে। প্রাচীনকাল থেকেই শ্রীলঙ্কা বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে পরিচিত।


Related Question

নিম্নের কোনটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রনের হাতিয়ার নয়?

ব্যাংক হার বৃদ্ধি

নগদ জমার অনুপাত বৃদ্ধি

খোলাবাজারে ঋণপত্র বিক্রয়

মুদ্রা সরবরাহ বৃদ্ধি

নিম্নের কোনটি হার্ডওয়্যার নয়

মাউস

মনিটর

সিপিইউ

পাওয়ার পয়েন্ট

নিম্নের কোনটি মশাবাহিত রোগ?

ডাইরিয়া

বসন্ত

ডেঙ্গু

সবগুলো

নিম্নের কোনটি মশাবাহিত রোগ?

ডাইরিয়া

বসন্ত

ডেঙ্গু

ক্যান্সার

নিম্নের কোনটি হার্ডওয়্যার নয়?

মাউস

মনিটর

সিপিইউ

পাওয়ার পয়েন্ট