বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
গ্রিসে
মেসোপটেমিয়ায়
রোমে
ভারতে
Description (বিবরণ) :
প্রশ্ন: বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
ব্যাখ্যা: খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে টাইগ্রিস ও ইউপ্রেটিস নদীর তীরে বর্তমান সময়ের ইরাক ও সিরিয়ায় গড়ে ওঠা সভ্যতাকে মেসোপটেমীয় সভ্যতা নামে অভিহিত করা হয়। মেসোপটেমীয় সভ্যতার চারটি পর্যায় ছিল। এগুলাে হলো সুমেরীয় সভ্যতা, ব্যবিলনীয় সভ্যতা, আসিরীয় সভ্যতা ও ক্যালডীয় সভ্যতা। গ্রিসে গড়ে ওঠে গ্রিক সভ্যতা ও রোমে গড়ে ওঠে রোমান সভ্যতা।
Related Question
খেলাধুলা সংক্রান্ত সুইজারল্যান্ডে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আদালতের নামঃ
কোর্ট অব ডিসিপ্লিন
কোর্ট অব প্লে
কোর্ট অব গেমস অ্যাফেয়ার্স
কোর্ট অব আরবিট্রেশন
বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি?
নিউইয়র্ক
মুম্বাই
সাংহাই
ঢাকা
বর্তমান বিশ্বের অর্থনৈতিক মন্দা সৃষ্টির পেছনে অন্যতম প্রধান কারন কোনটি?
যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতে অতি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ
প্রেসিডেন্ট জর্জ বুশের ভ্রান্ত বিশ্ব রাজনৈতিক কর্মকাণ্ড
লেহম্যান ব্রাদার্স কোম্পানির পতন
শেয়ার বাজারে ব্যাপক ধস
বিশ্বের কোন শহর 'নিষিদ্ধ শহর ' নামে পরিচিত?
লাসা
উলানবটোর
পিয়ংইয়ং
কাবুল
১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু হয়েছিল ইউরোপের একটি শহরে, তার নাম এবং রেস্তোরাঁর নাম ----
ইতালির মিলান শহর, মালদিনীয়ানি
জার্মানির হামবুর্গ শহর, ক্যাসানোভা
স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোতিল
ফ্রান্সের টুলোন শহর, লাফ্রাসে
বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি ?
ডেনমার্ক
নিউজল্যান্ড
সুইডেন
সিঙ্গাপুর