'সবার উপর মানুষ সত্য তাহার উপর'- কে বলেছেন?
চন্ডীদাস
বিদ্যাপতি
রামকৃষ্ণ পরমহংস
বিবেকানন্দ
Description (বিবরণ) :
প্রশ্ন: 'সবার উপর মানুষ সত্য তাহার উপর'- কে বলেছেন?
ব্যাখ্যা:
চণ্ডীদাস বৈষ্ণব কবি ছিলেন। তার জন্ম কোন সময় তা সুনিশ্চিত করে বলা যায় না। তিনি ‘শুনহ মানুষ ভাই/সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই’ বলে জাত - পাতযুক্ত সমাজে প্রথম মানবতার বাণী কাব্যে ধারণ করেন এবং ব্যক্তি জীবনেও তিনি জাত - সংস্কারের ঊর্ধ্বে ছিলেন বলে তাকে বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি বলা হয়।
Related Question
'সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই'- কার লেখা?
কাজী নজরুল ইসলাম
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
চণ্ডীদাস
রবীন্দ্রনাথ ঠাকুর