' নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় হবে ----
নিদাঘ
নশ্বর
নষ্টমান
বিনশ্বর
Description (বিবরণ) :
প্রশ্ন: ' নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় হবে ----
ব্যাখ্যা: 'নষ্ট হওয়ার স্বভাব যার' - এর এক কথায় প্রকাশ হবে নশ্বর। নশ্বর - এর অপর অর্থ হলো নাশশীল, অনিত্য বা অস্থায়ী । অন্যদিকে নিদাঘ অর্থ গ্রীষ্মকাল বা উত্তাপ , নষ্টমান অর্থ নষ্ট হয়ে যাচ্ছে যা এবং বিনশ্বর অর্থ বিনাশধর্মী বা অনিত্য।