শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

পথের দাবী

নিষ্কৃতি

চরিত্রহীন

দত্তা


Description (বিবরণ) :

প্রশ্ন: শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

ব্যাখ্যা:

শরৎচন্দ্রের পথের দাবী উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল।

পথের দাবী বিংশ শতাব্দীর প্রথমভাগের অন্যতম বাঙ্গালী কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক বিরচিত একটি জনপ্রিয় উপন্যাস। এ উপন্যাসটি ১৯২৬ খ্রিষ্টাব্দের আগস্ট মাসে সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল।

ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক অসাধারণ বিপ্লবী সব্যসাচী ও তার সাথীদের সংগ্রামের কাহিনী নিয়ে ব্রিটিশ শাসনামলে লিখিত একটি সাহসী উপন্যাস। যেটি ব্রিটিশ শাসিত ভারতে নিষিদ্ধ হয়েছিল।


Related Question

শরৎচন্দ্রের 'শ্রীকান্ত' কোন শ্রেনীর উপন্যাস ?

ঐতিহাসিক

আত্নজৈবনিক

সামাজিক

রহস্য

”অচলা” শরৎচন্দ্রের কোন উপন্যাসের নায়িকা?

দত্তা

দেনা পাওনা

গৃহদাহ

চরিত্রহীন

শরৎচন্দ্রের প্রথম সাহিত্য কর্ম কোনটি ?

মন্দির

বড়দিদি

শ্রীকান্ত

মেজদিদি

নিচের কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস?

শুভদা

দত্তা

শ্রীকান্ত

পথের দাবী

শরৎচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি?

বড়দিদি

বিন্দুর ছেলে

রামের সুমতি

বৈকুণ্ঠের উইল