সাধু ভাষা সাধারনত কোথায় অনুপযোগী?

কবিতার পংক্তিতে

গানের কলিতে

গল্পের বর্ণনায়

নাটকের সংলাপে


Description (বিবরণ) :

প্রশ্ন: সাধু ভাষা সাধারনত কোথায় অনুপযোগী?

ব্যাখ্যা:

সাধু ভাষা সাধারনত অনুপযোগী নাটকের সংলাপে।

সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী অর্থাৎ বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য সাধু ভাষা উপযোগী নয়।

সাধু রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠনপদ্ধতি অনুসরণ করে।


Related Question

সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ------

তৎসম ও অতৎসম শব্দের ব্যবহারে

ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে

শব্দের কথা ও লেখা রূপে

বাক্যের সরলতা ও জটিলতায়

সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-----

বাক্যের সরল ও জটিল রূপে

শব্দের রূপগত ভিন্নতায়

তৎসম ও অতৎসম শব্দের ব্যবহারে

ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়

সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?

কবিতার পংক্তিতে

গানের কলিতে

গল্পের কলিতে

নাটকের সংলাপে

সাধু ভাষা সাধারনত কোথায় অনুপযোগী?

কবিতা পঙক্তিতে

গানের কলিতে

গল্পের বর্ণনায়

নাটকের সংলাপে

সাধু ভাষা থেকে চলিত ভাষায় লিখতে পদ যুগলের পরিবর্তন ঘটে ?

সর্বনাম ও ক্রিয়া

বিশেষ্য ও বিশেষণ

বিশেষণ ও ক্রিয়া

বিশেষ্য ও সর্বনাম

বাংলা সাধু ভাষা বলতে বুঝায় ?

সাধু পুরুষদের ব্যবহিত শব্দ

তৎসম শব্দ বহুল ভাষার রীতি

কবিতা রচনার ভাষা