সাধুভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
কবিতার পংক্তিতে
গানের কলিতে
নাটকের সংলাপে
কোনোটিই নয়
Description (বিবরণ) :
প্রশ্ন: সাধুভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
ব্যাখ্যা:
সাধুভাষা সাধারণত অনুপযোগী নাটকের সংলাপে।
সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী অর্থাৎ বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য সাধু ভাষা উপযোগী নয়।
সাধু রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠনপদ্ধতি অনুসরণ করে।
Related Question
'সাধুভাষা' পরিভাষাটি প্রথম ব্যবহার করেন--
রাজা মনি মোহন রায়
রাজা রামমোহন রায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
অক্ষয় কুমার দত্ত
সাধুভাষা সাধারণত অনুপযোগী-
কবিতায়
গানে
ছোটগল্প
নাটকে
নিচের কোনটিতে সাধুভাষা সাধারণত অনুপযোগী?
কবিতায়
গানে
ছোটগল্পে
নাটকে
সাধুভাষা থেকে চলিত ভাষায় লিখতে কোন পদযুগের পরিবর্তন ঘটে?
বিশেষ্য ও বিশেষণ
সর্বনাম ও ক্রিয়া
বিশেষ্য ও ক্রিয়া
ক্রিয়া ও বিশেষণ
কোনোটিই নয়
সাধুভাষার বৈশিষ্ট্য কোনটি?
মুরুচন্ডাল
গুরুগম্ভীর
অবোধ্য
দুর্বোধ্য