যৌগিক শব্দ কোনটি?
তৈল
জলধি
প্রবীণ
গায়ক
Description (বিবরণ) :
প্রশ্ন: যৌগিক শব্দ কোনটি?
ব্যাখ্যা:
যৌগিক শব্দ গায়ক।
যৌগিক শব্দ: যে সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই, তাদের যৌগিক শব্দ বলে।
অর্থাৎ, শব্দগঠনের প্রক্রিয়ায় যাদের অর্থ পরিবর্তিত হয় না, তাদেরকে যৌগিক শব্দ বলে। যেমন -
কর্তব্য, গায়ক, দৌহিত্র, মধুর, বাবুয়ানা ইত্যাদি।
Related Question
নিচের কোনটি একটি যৌগিক শব্দ ?
গায়ক
প্রবীণ
তৈল
জলধি
কোনটিই নয়
কোন দুটি শব্দ যৌগিক শব্দ ?
হস্তী, বাঁশ
গায়ক, বাবুয়ানা
রাজপুত, সহযাত্রা
ঢাকা, গোলাপ
কোনটি যৌগিক শব্দ?
তৈল
রেশম
দৌহিত্র
মহাযাত্রা
নিচের কোনটি যৌগিক শব্দ?
হস্তী
গবেষণা
পঙ্কজ
জলধি
কোনটিই নয়