কবর নাটকটির রচয়িতা কে?
কবির চৌধুরী
মুনীর চৌধুরী
জসীমউদ্দীন
কাজী নজরুল ইসলাম
কবি আলাউদ্দিন
Description (বিবরণ) :
প্রশ্ন: কবর নাটকটির রচয়িতা কে?
ব্যাখ্যা:
ভাষা - আন্দোলনভিত্তিক একাঙ্ক বিশিষ্ট "কবর" (১৯৫৩) নাটকটি মুনীর চৌধুরী, বিপ্লবী রণেশ দাশগুপ্তের অনুরোধে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসে ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি জেলবন্দিদের দ্বারা অভিনয়ের জন্য রচনা করেন।