'কাষ্ঠ হাসি' বাগধারার অর্থ হলো-

স্বেচ্ছাচারী

বিত্তশালী

শুকনো হাসি

গন্ড মূর্খ


Description (বিবরণ) :

প্রশ্ন: 'কাষ্ঠ হাসি' বাগধারার অর্থ হলো-

ব্যাখ্যা:

কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:

কই মাছের প্রাণ (যে সহজে মরে না) - বুড়ো লোকটির কই মাছের প্রাণ; এত অসুখেও মরছে না।

কাষ্ঠ হাসি (কপট হাসি) - ভদ্রতার খাতিরে কেবল সে কাষ্ঠ হাসি হাসল।

কপাল ফেরা (অবস্থা ভাল হওয়া) - লটারিতে দুই লাখ টাকা পেয়ে তার কপাল ফিরছে।

কান ভারি করা (কুপরামর্শ দেওয়া) - সে নানা কথা বলে আমার বিরুদ্ধে বড় সাহেবের কান ভারি করে তুলেছে।

কলুর বলদ (পরাধীন) - চোখে ঠুলি দেওয়া কলুর বলদের মত আমরা দিনরাত কেবল সংসারের ঘাটি টেনেই চলছি।

কেঁচে গন্ডূষ করা (পুনরায় আরম্ভ করা) - ছোট ভাইকে অঙ্ক শেখাতে গিয়ে আবার কেঁচে গন্ডুষ করতে হচ্ছে।

কংস মামা (নির্মম আত্মীয়) - আত্মীয়রা সব যে কংস মামার দল; বিপদে এগিয়ে আসবে না কেউ।


Related Question

"আনারস" এবং "চাবি" শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে---

পর্তুগিজ ভাষা থেকে

আরবি ভাষা থেকে

দেশী ভাষা থেকে

ওলন্দাজ ভাষা থেকে

শুদ্ধ বানান কোনটি?

মূমুর্ষু

মুমূর্ষু

মূমুর্ষ

মুমূর্ষ

গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?

শবপোড়া

মড়াদাহ

শবদাহ

শবমড়া

Choose the correct sentence.

I asked Javed had he passed

I asked Javed if he had passed

I asked Javed if you had passed

I asked Javed that had he passed