এ উপমহাদেশ থেকে এ যাবৎ কতজন নোবেল পুরস্কার পেয়েছেন?
এগারজন
পাঁচজন
ছয়জন
সাতজন
Description (বিবরণ) :
প্রশ্ন: এ উপমহাদেশ থেকে এ যাবৎ কতজন নোবেল পুরস্কার পেয়েছেন?
ব্যাখ্যা: এ উপমহাদেশ থেকে এ পর্যন্ত ১১ জন ব্যক্তিত্ব নোবেল পুরুষ্কার পেয়েছেন। তারা হলেন - সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১৩) ,পদার্থবিজ্ঞানে চন্দ্রশেখর ভেক্টটরমণ (১৯৩৯) , চিকিৎসায় হরগোবিন্দ খোরানা (১৯৬৮) , শান্তিতে মাদার তেরেসা ( ১৯৭৯) , পদার্থবিজ্ঞানে আবদুস সালাম (১৯৭৯) , পদার্থবিজ্ঞানে সুব্রামানিয়াম চন্দ্রশেখর (১৯৮৩) , অর্থনীতিতে অমর্ত্য সেন (১৯৯৮) শান্তিতে ড. মুহাম্মদ ইউনূস (২০০৬) , রসায়নে ভেক্টটরমণ রামকৃষ্ণ (২০০৯) , শান্তিতে মালালা ইউসুফজাঈ ও কৈলাশ সত্যার্থী (২০১৪)।
Related Question
এ উপমহাদেশে প্রথম রেল যোগাযোগ চালু করেন কে?
লর্ড রিপন
লর্ড হ্যান্ডি ট্রপার
লর্ড কার্জন
লর্ড ডালহৌসি