বিশ্বের নতুনতম রাষ্ট্র কোনটি?
দক্ষিণ সুদান
হংকং
পূর্ব তিমুর
তাইওয়ান
Description (বিবরণ) :
প্রশ্ন: বিশ্বের নতুনতম রাষ্ট্র কোনটি?
ব্যাখ্যা: দীর্ঘ দিনের চলমান সংঘাত অবসানে ২০১১ সালের ১৫ জানুয়ারি অনুষ্ঠিত গণভোটের ভিত্তিতে দক্ষিণ সুদান ৯ জুলাই ২০১১ থেকে বিশ্বের নবীনতম (১৯৫ তম) স্বাধীন দেশ হিসেবে যাত্রা শুরুর সুযোগ পায়।
Related Question
খেলাধুলা সংক্রান্ত সুইজারল্যান্ডে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আদালতের নামঃ
কোর্ট অব ডিসিপ্লিন
কোর্ট অব প্লে
কোর্ট অব গেমস অ্যাফেয়ার্স
কোর্ট অব আরবিট্রেশন
বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি?
নিউইয়র্ক
মুম্বাই
সাংহাই
ঢাকা
বর্তমান বিশ্বের অর্থনৈতিক মন্দা সৃষ্টির পেছনে অন্যতম প্রধান কারন কোনটি?
যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতে অতি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ
প্রেসিডেন্ট জর্জ বুশের ভ্রান্ত বিশ্ব রাজনৈতিক কর্মকাণ্ড
লেহম্যান ব্রাদার্স কোম্পানির পতন
শেয়ার বাজারে ব্যাপক ধস
বিশ্বের কোন শহর 'নিষিদ্ধ শহর ' নামে পরিচিত?
লাসা
উলানবটোর
পিয়ংইয়ং
কাবুল
১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু হয়েছিল ইউরোপের একটি শহরে, তার নাম এবং রেস্তোরাঁর নাম ----
ইতালির মিলান শহর, মালদিনীয়ানি
জার্মানির হামবুর্গ শহর, ক্যাসানোভা
স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোতিল
ফ্রান্সের টুলোন শহর, লাফ্রাসে
বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি ?
ডেনমার্ক
নিউজল্যান্ড
সুইডেন
সিঙ্গাপুর