What kind of noun is 'Cattle'?

Proper

Common

Collective

Material


Description (বিবরণ) :

প্রশ্ন: What kind of noun is 'Cattle'?

ব্যাখ্যা:

Option (a) proper noun দ্বারা এমন কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় যার কোনো বিকল্প নেই। যেমন – Bangladesh কেবল একটি দেশ। Option (b) তে Common Noun দ্বারা এমন Noun কে বোঝায় যা জাতি অর্থ প্রকাশ করে। যেমন – Cow, Man ইত্যাদি। Option (d) Material noun দ্বারা এমন কোনো মূল উপাদানকে বোঝায় যা কেবল ওজন বা পরিমাপ করা যায়; কিন্তু গণনা করা যায় না। একমাত্র option (c) সঠিক উত্তর। কারণ Collective Noun হলো এমন এক ধরনের noun যা দ্বারা সমষ্টি বা গোষ্ঠী প্রকাশ করা হয় অর্থাৎ দল বা গ্রুপ বোঝায়। Cattle শব্দটি Collective Noun, কারণ cattle অর্থ গরু - ছাগলের দল। সুতরাং সঠিক উত্তর (c) ।