He has been ill__ friday last.

From

On

In

Since


Description (বিবরণ) :

প্রশ্ন: He has been ill__ friday last.

ব্যাখ্যা:

Present, Past ও Future Perfect Continuous Tense – এ নির্দিষ্ট সময়ের পূর্বে since এবং ব্যাপক সময়ের পূর্বে for ব্যবহৃত হয়। আবার অন্যান্য Tense – এর ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে from বসে। আবার কোনো কিছুর উপর বুঝালে on ব্যবহৃত হয়। প্রদত্ত option গুলোর মধ্যে option (d) সঠিক কারণ বাক্যটিতে ‘হইতে বা থেকে’ অর্থাৎ নির্দিষ্ট সময় বুঝাচ্ছে । উল্লেখ্য যে, to be verb কোনো বাক্যের মূল verb হলে উক্ত বাক্যটি Perfect Continuous না হয়ে Perfect Tense এর রূপ লাভ করে। সুতরাং সঠিক উত্তর (d) হওয়াই যথার্থ।