He has been ill__ friday last.
From
On
In
Since
Description (বিবরণ) :
প্রশ্ন: He has been ill__ friday last.
ব্যাখ্যা:
Present, Past ও Future Perfect Continuous Tense – এ নির্দিষ্ট সময়ের পূর্বে since এবং ব্যাপক সময়ের পূর্বে for ব্যবহৃত হয়। আবার অন্যান্য Tense – এর ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে from বসে। আবার কোনো কিছুর উপর বুঝালে on ব্যবহৃত হয়। প্রদত্ত option গুলোর মধ্যে option (d) সঠিক কারণ বাক্যটিতে ‘হইতে বা থেকে’ অর্থাৎ নির্দিষ্ট সময় বুঝাচ্ছে । উল্লেখ্য যে, to be verb কোনো বাক্যের মূল verb হলে উক্ত বাক্যটি Perfect Continuous না হয়ে Perfect Tense এর রূপ লাভ করে। সুতরাং সঠিক উত্তর (d) হওয়াই যথার্থ।
Related Question
'He has been ill-Friday last' fill in the blank.
Since
In
From
On
He has been ill ---- Friday last.
From
On
In
Since
He has been ill ______ last Sunday.
From
since
on
at
He has been ill ---- Friday last
from
in
since
with
He has been ill ---- Friday last. (Fill in the blank)
since
in
from
on