বর্তমান মুজিবনগরের পূর্ব নাম কি?
চন্দবাড়ি
ভবেরপাড়া
টুংগীপাড়া
শিমুলিয়া
Description (বিবরণ) :
প্রশ্ন: বর্তমান মুজিবনগরের পূর্ব নাম কি?
ব্যাখ্যা:
বর্তমান মুজিবনগরের পুর্ব নাম ছিল বৈদ্যনাথতলার ভবের পাড়া। ১০ এপ্রিল ১৯৭১ এখানে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ বৈদ্যনাথতলার নাম মুজিবনগর রাখেন।
Related Question
বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা-----
১৫৬
১৫৭
১৫৮
১৯৩
সর্বপ্রথমে যে উফশি ধান এ দেশে চালু হয়ে এখনো বর্তমান রয়েছে তা হলো----
ইরি - ৮
ইরি - ১
ইরি - ২০
ইরি - ৩
প্রাচীন 'চন্দ্রদ্বীপ' -এর বর্তমান নাম------
মালদ্বীপ
সন্দ্বীপ
বরিশাল
হাতিয়া
বর্তমান বিশ্বের অর্থনৈতিক মন্দা সৃষ্টির পেছনে অন্যতম প্রধান কারন কোনটি?
যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতে অতি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ
প্রেসিডেন্ট জর্জ বুশের ভ্রান্ত বিশ্ব রাজনৈতিক কর্মকাণ্ড
লেহম্যান ব্রাদার্স কোম্পানির পতন
শেয়ার বাজারে ব্যাপক ধস
কঙ্গো প্রজাতন্ত্রের বর্তমান নাম ----
লিওপোন্ডভিল
জিম্বাবুয়ে
জিবুতি
জায়ারে
'জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড' (GATT) একমাত্র বহুমুখী সহায়ক সংস্থা হিসেবে বর্তমানে বিশ্ব বাণিজ্যের কত অংশের সমন্বয় সাধন করে থাকে?
প্রায় ৭৫ শতাংশ
প্রায় ৮০ শতাংশ
প্রায় ৮৫ শতাংশ
প্রায় ৯০ শতাংশ