Ballad কি?
লোকগীতি
লোকগাথা
গীতিকা
গাথা
Description (বিবরণ) :
প্রশ্ন: Ballad কি?
ব্যাখ্যা: Ballad শব্দের বাংলা পরিভাষা 'গীতি - কাহিনীকাব্য' বা 'গীতিকা'। এটা একটা গান, গল্প বা গল্প ও কথা - যার কোনো সাহিত্যিক রুপ নেই বা সাহিত্যের ভাণ্ডারে লিখিত হয়ে বিধৃত হয়নি। এটা অলিখিত অবস্থায় লোকের মুখে মুখে চলে এসেছে এবং যার মধ্যে রয়েছে একটি কাহিনী বা গল্প।