' রুপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর' কার রচনা?
চণ্ডিদাস
জ্ঞানদাস
বিদ্যাপতি
লোচনদাস
Description (বিবরণ) :
প্রশ্ন: ' রুপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর' কার রচনা?
ব্যাখ্যা: চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলীর কবি জ্ঞানদাস (ষোড়শ শতাব্দী) রচিত উক্ত পঙক্তিটি কৃষ্ণানুরাগ বিষয়ক বিখ্যাত পদ। তার রচিত পদের স্বাভাবিক সৌন্দর্য, মাধুর্য ও সূক্ষ্মতা একমাত্র চণ্ডীদাসের পদের সাথেই তুলনা হতে পারে। আক্ষেপানুরাগ, রুপানুরাগ ও মাথুরবিষয়ক পদ রচনায় তিনি অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করেন।
Related Question
'ক্ষ' - এর বিশ্লিষ্ট রুপ-
ক + ষ
ক + খ
ক + ষ + ম
হ + ম
'মরি মরি! কি সুন্দর প্রভাতের রুপ!' এই বাক্যে মর মরি-
বিশেষণের বিশেষণ
পদাশ্রিত নির্দেশক
সমুচ্চয়ী অব্যয়
অনন্বয়ী অব্যয়
CNN- এর পূর্ন রুপ কী?
Cable News Network
Current News Network
Control News Network
Country News Network
'ষোলো নয়' আমার মাতৃভাষা ষোলশত রুপ '- কথাটি কে বলেছেন?
ড. মু শহীদুল্লাহ
মুনীর চৌধুরী
আবদুল হাই
হুমায়ন আজাদ
'যা কখনো নষ্ট হয় না' - বাক্যটির সংকোচিত রুপ-
অনষ্টভাব
অবিনশ্বর
অবিনষ্ট
অনাহত