কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?
স্যার উইলিয়াম জোনস্
স্যার উইলিয়াম ক্যারী
রাজীব লোচন মুখোপাধ্যায়
ব্রাসি হ্যালহেড
Description (বিবরণ) :
প্রশ্ন: কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?
ব্যাখ্যা: ১৭৪৩ খ্রিস্টাব্দে পর্তুগিজ পাদ্রি মানো এল দা আসসুম্পসাঁ ও পর্তুগিজ ভাষায় একটি বাংলা ব্যাকরণ ও একটি পর্তুগিজ বাংলা শব্দকোষ প্রণয়ন করেন, যা ছিল বাংলা ভাষার প্রথম ব্যাকরণ ও শব্দকোষ। পরবর্তীতে ১৭৭৮ খ্রিষ্টাব্দে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড নামক ইংরেজ পণ্ডিত ইংরেজি ভাষায় ' A grammar of the Bengal Language ' নামে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। এ গ্রন্থ মুদ্রণে সর্বপ্রথম ধাতুতে খোদাই বাংলা হরফ ব্যবহৃত হয় । গ্রন্থটির আংশিক বাংলা হরফে মুদ্রণ করা হয়েছিল।
Related Question
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে?
ইরাক
ইরান
সৌদি আরব
আলজেরিয়া
স্বাধীন ফিলিস্তিনী রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?
সিরিয়া
তিউনিসিয়া
আলজেরিয়া
নাইজেরিয়া
বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দানকারী দেশ-
ভুটান
নেপাল
শ্রীলংকা
ভারত
ঢাকাকে সর্বপ্রথম রাজধানী ঘোষনা করা হয় -
১৭৬০
১৬১০
১৯০৫
১৬৭৮