' তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন -----

ঈশ্বরচন্দ্র গুপ্ত

অক্ষয়কুমার দত্ত

প্যারিচাঁদ মিত্র

বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়


Description (বিবরণ) :

প্রশ্ন: ' তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন -----

ব্যাখ্যা:

সাহিত্য , বিজ্ঞান , দর্শন , ইতিহাস, রাজনীতি, সামাজিক ও অর্থনৈতিক সমস্যা ইত্যাদি বিষয় নিয়ে ১৮৪৩ সালে 'তত্ত্ববোধিনী' পত্রিকাটি যাত্রা শুরু করে। তখন পত্রিকার সম্পাদনা করতেন অক্ষয়কুমার দত্ত। অন্যদিকে ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় 'সংবাদ প্রভাকর' (১৮৩১) ও ' সংবাদ রত্নবলী (১৮৩২) এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় 'বঙ্গদর্শন' (১৮৭২) পত্রিকা প্রকাশিত হয়।


Related Question

' তত্ত্ববোধিনী পত্রিকা' প্রথম প্রকাশিত হয় ------

১৮৪১ সালে

১৮৪২ সালে

১৮৫০ সালে

১৮৪৩ সালে

' তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

অক্ষয়কুমার দত্ত

প্যারীচাঁদ মিত্র

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

সৈয়দ মুজতবা আলী