' নবান্ন' শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?

সমাস

সন্ধি

প্রত্যয়

উপসর্গ


Description (বিবরণ) :

প্রশ্ন: ' নবান্ন' শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?

ব্যাখ্যা: নবান্ন ( = নতুন ধানের অন্ন) শব্দটিতে সমস্যমান পদের অর্থকে না বুঝিয়ে একটি উৎসবকে বোঝানো হয়েছে। সুতরাং এটি একটি বহুব্রীহি সমাস। আবার পূর্বপদে বিশেষণ ও পরপদে বিশেষ্য থাকায় এটি সমানাধিকরণ বহুব্রীহি।


Related Question

সন্ধি বিচ্ছেদ করুন : নবান্ন

নব + অন্ন

নবো + অন্ন

নবঃ + অন্ন

নব +ণ্য

সন্ধি বিচ্ছেদ ক্রুনঃ নবান্ন

নব + অন্ন

নবো + অন্ন

নবঃ + অন্ন

নব + ণ্য