কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়?

পাকা বাড়ি

পাকা রং

পাকা কাজ

পাকা আম


Description (বিবরণ) :

প্রশ্ন: কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়?

ব্যাখ্যা: 'পাকা' শব্দটি সাধারণত পক্ক, শুভ্র বা শুক্ল, স্থায়ী, নিপুণ, সম্পূর্ণ , খাঁটি ইত্যাদি হওয়া অর্থে ব্যবহৃত হয়। এখানে পক্ক অর্থ বোঝানো হচ্ছে 'পাকা আম' দ্বারা । অন্যদিকে পাকা বাড়ি বলতে ইটের তৈরি বাড়ি , পাকা রং বলতে স্থায়ী রং এবং পাকা কাজ বলতে নিপুণতার সাথে কৃতকাজকে বোঝানো হয়েছে।


Related Question

'কৌশলে কার্যোদ্ধার' --- কোনটির অর্থ?

গাছে তুলে মই কাড়া

এক ক্ষুরে মাথা মোড়ানো

ধরি মাছ না ছুঁই পানি

আকাশের চাঁদ হাতে পাওয়া

কোনটির অর্থ পক্ব অর্থে প্রকাশ পায়?

পাকা বাড়ি

পাকা রং

পাকা কাজ

পাকা আম

কোনটির অর্থ ভিন্ন?

মণিকাঞ্চন যোগ

আদায় কাঁচকলায়

সোনায় সোহাগা

আমদুধে মেশা

'কৌশলে কার্যোদ্ধার' -কোনটির অর্থ ?

গাছে তুলে মই কাড়া

এক ক্ষুরে মাথা মোড়ানো

ধরি মাছ না ছুঁই পানি

আকাশের চাঁদ হাতে পাওয়া

নিচের কোনটির অর্থ 'চুরি করা'র সঙ্গে সংশ্লিষ্ট নয়?

চক্ষুদান

হাতটান

কুম্ভীলক

বদান্যতা

কোনটির অর্থ ভিন্ন?

তুলসি বনের বাঘ

বর্ণচোরা

ধর্মপুত্র যুধিষ্ঠির

অয়বটি