প্র, পরা, অপ ------

বাংলা উপসর্গ

সংস্কৃত উপসর্গ

বিদেশী উপসর্গ

উপসর্গ স্থানীয় অব্যয়


Description (বিবরণ) :

প্রশ্ন: প্র, পরা, অপ ------

ব্যাখ্যা: বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে বলা হয় খাঁটি বাংলা উপসর্গ। বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা ২১ টি । উপসর্গগুলো হলো : অ, অঘা, অজ, অনা, আ, আড় , আন, আব, ইতি, উন (ঊনা), কদ, কু,নি, পাতি, বি, ভর, রাম , স,সা,সু,হা । যেসব উপসর্গ সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেসব উপসর্গকে বলা হয় তৎসম বা সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ প্রধানত ২০ টি । যথা: প্র, পরা, অপ, সম্, নি, অনু, অব, নির , দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ। আরবি, ফারসি , ইংরেজি , হিন্দি - এসব ভাষার বহু শব্দ বহুকাল ধরে বাংলা ভাষায় ব্যবহৃত আছে। এসব উপসর্গকে বিদেশি উপসর্গ নামে অভিহিত করা হয়। বিদেশি উপসর্গের মধ্যে কতকগুলো ফারসি ও ইংরেজি উপসর্গ বাংলায় বহুল প্রচিলত।


Related Question

প্র, পরা -কোন ধরনের উপসর্গ ?

সংস্কৃত

বাংলা উপসর্গ

বিদেশী উপসর্গ

খাটি বাংলা উপসর্গ

প্র, পরা, অপ-কোন ধরনের উপসর্গ?

সংস্কৃত উপসর্গ

বাংলা উপসর্গ

বিদেশী উপসর্গ

কোনোটাই না

প্র,পরা, অপ__

বাংলা উপসর্গ

সংস্কৃত উপসর্গ

বিদেশী উপসর্গ

উপসর্গ স্থানীয় অব্যয়