Identify the imperative sentence.

I shall go to college

Matin is singing a song

Stand up

It has been raining since morning


Description (বিবরণ) :

প্রশ্ন: Identify the imperative sentence.

ব্যাখ্যা: যে Sentence দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে Imprerative Sentence বলে। উপরিউক্ত ৪ টি Sentence - এ (ক) - তে ' I shall go to college. অর্থ্যাৎ 'আমি কলেজে যাব' - এর মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ বা নিষেধ কোনো কিছু বোঝাচ্ছে না, বরং এখানে অনুজ্ঞা বা ইচ্ছা বোঝাচ্ছে। (খ) - তে 'Matin is singing a song ' অর্থাৎ 'মতিন গান গাচ্ছে' - এ Sentence - এর মাধ্যমেও আদেশ , উপদেশ অনুরোধ কোনো কিছুুই বোঝাচ্ছে না এবং এটি দ্বারা কোনো কিছুর বর্ণনা বোঝাচ্ছে। সুতরাং এটি ' Imperative sentence নয়। (গ) - তে ' Stand up' অর্থাৎ উঠে দাঁড়াও বা দাঁড়ান দ্বারা পরিষ্কারভাবে আদেশ বোঝাচ্ছে। সুতরাং নিঃসন্দেহে এটি Imperative sentence . (ঘ) - তে it has been raining since morning ' অর্থাৎ সকাল থেকে সৃষ্টি হচ্ছে - Sentence টিও Assertive বা বর্ণনামূলক।


Related Question

Identify the correct sentence.

she had faith in and hopes for the future

She had faith and hopes for the future

she had faith in and hopes in the future

she had faith in and hopes in future

Identify the correct passive form ---- Open the window.

The window shoud be opened.

Let the window be opened.

Let the window be opened by you.

The window must be opened.

Identify the correct passive form of 'He is going to open a shop'.

He is being gone to open a shop

A shop is being gone opened by him

A shop will be opened by him

A shop is going to be opened by him

Identify the correct synonym for the word 'Magnanimous'.

generous

unking

revengeful

friendly