সবচেয়ে ছোট পাখীর নাম কি?

চড়ুই

শালিক

হামিংবার্ড

দোয়েল


Description (বিবরণ) :

প্রশ্ন: সবচেয়ে ছোট পাখীর নাম কি?

ব্যাখ্যা:

বিশ্বের সবচেয়ে ছোট পাখির নাম হামিংবার্ড। এর আকার ৭.৫ - ১৩ সে.মি (৩ - ৫ ইঞ্চি) হয়ে থাকে। এই প্রজাতির পাখি প্রতি সেকেন্ডে ৫০ বারের বেশি হতে পারে। উত্তর আমেরিকা মহাদেশে হামিংবার্ড পাখির উপস্থিতি লক্ষ করা যায়।


Related Question

বাংলাদেশের সবচেয়ে ছোট(আয়তন) জেলা কোনটি ?

নওয়াবগঞ্জ

নরসিংদী

মেহেরপুর

সাতক্ষীরা

বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?

সেন্টমার্টিন

লালপুর

হিলি

লালমোহন

আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ?

ফিজি

ভ্যাটিকান

কুয়েত

মালদ্বীপ

বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি?

খুলনা

ময়মনসিংহ

রাজশাহী

সিলেট

আয়তন অনুসারে এশিয়ায় সবচেয়ে ছোট দেশ কোনটি?

মালদ্বীপ

ভুটান

মঙ্গোলিয়া

ওমান

সবচেয়ে ছোট পাখি কোনটি?

চড়ুই

নাইটিঙ্গেল

বাবু্ই

হামিংবার্ড