কোন আইন সংস্কার করে ' RAB' (Rapid Action Battalion) গঠন করা হয়?
ডিএমপি অ্যাক্ট ১৯৭৬
ডিবি পুলিশ অ্যাক্ট ১৯৮৩
Rapid একশন ব্যাটালিয়ন অ্যাক্ট ২০০৩
আর্মড পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট ১৯৭৯
Description (বিবরণ) :
প্রশ্ন: কোন আইন সংস্কার করে ' RAB' (Rapid Action Battalion) গঠন করা হয়?
ব্যাখ্যা: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) হলো বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস দমনে গঠিত এলিট বাহিনী। ১৯৭৯ সালের আর্মড পুলিশ ব্যাটালিয়নের মূল কাঠামোর অধীনে একটি অতিরিক্ত ব্যাটালিয়ন হিসেবে গণ্য হয় । ৬ জুন, ২০০৩ র্যাব বিল সংসদে পাস হয় এবং ৮ জুন, ২০০৩ রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হয়। এটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয় ২৬ মার্চ ২০০৪ ।
Related Question
১৪৪ ধারা সর্বাধিক পরিচিত কোন আইনে?
দন্ডবিধি
সাক্ষ্য আইন
ফৌজদারি কার্যবিধি
Arbitration Council - এর গঠন প্রণালী কোন আইনে আছে?
দেওয়ানী কার্যবিধি আইন, ১৯০৮
The Family Court Ordinance,1985
The Muslim Family Laws Ordinance,1961
সালিস আইন,২০০১
কোন আইনে বিকল্প বিরোধ নিষ্পত্তি ( ADR) সংক্রান্ত বিধান নাই?
Code of Civil Prodcdure
Code of Criminal Procedure
Family Courts Ordinance
অর্থ ঋণ আদালত আইন
হিন্দু বিধবার বিয়ে নিচের কোন আইন দ্বারা Regulated হয়?
The Hindu Women Marriage Ceremonies Act, 1856
The Hindu Women Marriage Act, 1856
The Hindu Women Re-marriage Act, 1856
The Hindu Widow's Re-marriage Act, 1856
কোন আইনের মাধ্যমে দ্যা অ্যাভিডেল অ্যাক্ট, ১৮৭২-কে চট্টগ্রামের পার্বত্য জেলাসমূহে বলবৎ করা হয়েছে?
পার্বত্য জেলাসমূহে (আইন রহিত ও প্রয়োগ এবং বিশেষ বিধান) আইন ১৯৮৯।
চিটাগাং হিল ট্রাক্টস রেগুলেশন, ১৯০০।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন, ১৮৯৮।
General Clauses Act, 1897 এর ধারা ৫
'আইন' অর্থ কোন আইন, আধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধান, উপ-আইন, বিজ্ঞপ্তি ও অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশে আইনের ক্ষমতাসম্পন্ন যে কোনো প্রথা বা রীতি ---আইনের এ ব্যাখ্যা কোথায় প্রদান করা হয়েছে?
The General Clauses Act, 1897
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে
The Code of Civil Procedure, 1908 -এ
The Civil Courts Act, 1887-এ