বেসরকারি বিল কাকে বলে?

স্পিকার যে বিলকে বেসরকারি বলে ঘোষণা দেন

সংসদ সদস্যদের উত্থাপিত বিল

বিরোধী দলের সদস্যদের উত্থাপিত বিল

রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত বিল


Description (বিবরণ) :

প্রশ্ন: বেসরকারি বিল কাকে বলে?

ব্যাখ্যা: মন্ত্রী ছাড়া অন্য সংসদ সদস্য কর্তৃক উত্থাপিত বিলকে বেসরকারি বিল বলে। সংসদের ৭২(১) বিধি অনুসারে মন্ত্রী ব্যতীত সকল সংসদ সদস্য সংসদে বেসরকারি বিল উত্থাপনের নোটিশ দিতে পারে। উল্লেখ্য, সংসদে মন্ত্রিপরিষদের সদস্যদের উত্থাপিত বিলকে সরকারি বলি বলা হয়।


Related Question

বেসরকারি বিল কাকে বলে?

সংসদ সদস্যদের উত্থাপিত বিল

রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত কোন বিল

বিরোধী দলের সদস্যদের উত্থাপিত বিল

স্পীকার যে বিলকে বেসরকারি বিল বলে ঘোষণা দেন।