জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক?
জর্মানি
বৃটেন
যুক্তরাষ্ট্র
ফ্রান্স
Description (বিবরণ) :
প্রশ্ন: জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক?
ব্যাখ্যা:
ব্রিটেনে জন্ম নেয়া জর্জ হ্যারিসন ছিলেন একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিকামী মানুষের পক্ষে সংগীত পরিবেশনা করে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিলেন। ভারতের সংগীত গুরু রবী শংকরের আমন্ত্রণে 1971 সালে জর্জ হ্যারিসন ও সহশিল্পীদের নিয়ে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত 'কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠানে দর্শক সংখ্যা 40 হাজার ছড়িয়ে গিয়েছিল।
Related Question
১৯৭১ সালে ১ আগস্ট পন্ডিত রবীশংকর এবং জর্জ হ্যারিসন কর্তৃক আয়োজিত The concert for Bangladesh' কোন শহরে অনুষ্ঠিত হয়?
নয়া দিল্লী
নিউ ইর্য়ক
লন্ডন
প্যারিস
মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কি ছিল?
কনসার্ট ১৯৭১
কনসার্ট ফর বাংলাদেশ
কান্ট্রি কনসার্ট
লিবারেশন কনসার্ট