বিপরীতার্থখ শব্দ কোনটি? ' হৃদ্য'

ঘৃণা

অহৃদ্য

অবহেলা

বিরক্ত

কোনোটিই নয়


Description (বিবরণ) :

প্রশ্ন: বিপরীতার্থখ শব্দ কোনটি? ' হৃদ্য'

ব্যাখ্যা:

হৃদ্য শব্দের অর্থ - রুচ্য,রুচিকর,হৃদয়গ্রাহী,আন্তরিকতাপূর্ণ ইত্যাদি । প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।

ঘৃণা শব্দের অর্থ - অতিশয় বিতৃষ্ণা,অশ্রদ্ধা ইত্যাদি । প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।

তাই হৃদ্য শব্দের বিপরীত শব্দ ঘৃণা।

বিরক্ত - প্রসন্ন


Related Question

বিপরীতার্থখ শব্দ কোনটি? 'ঊষর'

বিফল

রপ্তানি

প্রতিদান

উর্বর

কোনোটিই নয়

বিপরীতার্থখ শব্দ কোনটি? 'ঋজু'

সুপ্ত

শান্ত

বক্র

লাঘব

কোনোটিই নয়

বিপরীতার্থখ শব্দ কোনটি? 'কৃশ'

সাধু

স্থুল

মসৃণ

হ্রস্ব

কোনোটিই নয়

বিপরীতার্থখ শব্দ কোনটি? 'বিরক্ত'

বিমুগ্ধ

প্রসন্ন

অনুরক্ত

আনন্দিত

কোনোটিই নয়