কোন পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার ও স্মার্টফোন একই সাথে ইন্টারনেট সংযোগ দেয়া যায়?

Bluetooth

Wi-fi

WAN

LAN


Description (বিবরণ) :

প্রশ্ন: কোন পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার ও স্মার্টফোন একই সাথে ইন্টারনেট সংযোগ দেয়া যায়?

ব্যাখ্যা:

WiFi (ওয়াইফাই) এর পূর্ণনাম হচ্ছে - Wireless Fidelity । WiFi (ওয়াইফাই) হচ্ছে ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবস্থা যার সাহায্যে বহনযোগ্য কম্পিউটারের যন্ত্রপাতির সাথে সহজে ইন্টারনেট সংযুক্ত করা যায়।


Related Question

শূন্য মাধ্যমে তাপ সঞ্চালিত হয় কোন পদ্ধতিতে ?

পরিবহন

পরিচালন

বিকিরণ

সঞ্চালন

কোন পদ্ধতিতে পালন করলে ব্রয়লারের ওজন বেশি বৃদ্ধি পেতে দেখা যায়?

খাঁচা পদ্ধতিতে

মাচা পদ্ধতিতে

লিটার পদ্ধতিতে

সমন্বিত পদ্ধতিতে

কোনটিই নয়

ধান চাষের জন্য কোন পদ্ধতির সেচ উপযোগী ?

বর্ডার পদ্ধতি

চেক মেশিন পদ্ধতি

খাদ্য পদ্ধতি

ফোয়ারা পদ্ধতি

নিম্নোক্ত কোন কোন পদ্ধতিতে নার্সারিতে বপনের পূর্বে বীজ প্রক্রিয়াকরণ করা যায় ?

পানিতে ভাসিয়ে, স্তূপ প্রক্রিয়ায়, এসিডে ভিজিয়ে

পানিতে ভিজিয়ে, স্তূপ প্রক্রিয়ায়, ক্ষারে ভিজিয়ে

পানিতে ভাসিয়ে, ছেঁচা প্রক্রিয়ায়, এসিডে ভিজিয়ে

পানিতে ভাসিয়ে, ছেঁচা প্রক্রিয়ায়, ক্ষারে ভিজিয়ে