United Nations Conference on Trade and Development (UNCTAD)-- এর সদর দপ্তর কোথায়?
হেগে
জেনেভায়
নিউইয়র্কে
ক্যানবেরায়
Description (বিবরণ) :
প্রশ্ন: United Nations Conference on Trade and Development (UNCTAD)-- এর সদর দপ্তর কোথায়?
ব্যাখ্যা: জাতিসংঘের সাধারণ পরিষদের অঙ্গসংস্থা আঙ্কটাড প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। অন্যদিকে, হেগেু (নেদারল্যান্ডস) আন্তর্জাতিক আদালত, নিউইয়র্কে (যুক্তরাষ্ট্র) জাতিসংঘ ( UNDP, UNFPA ও UNICEF এবং ক্যানবেরায় (অস্ট্রেলিয়া) ANZUS - এর সদর দপ্তর অবস্থিত।
Related Question
The headquater of United Nations Conference on Trade and Development (UNCTAD) is located at which of the following places ?
Geneva
Rome
Paris
Vienna
Brussels
The United Nations Conference on Trade and Development (UNCTAD) is located at
Geneva
Rome
Paris
Vienna