২০০৪ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করেন কোন দেশের নাগরিক?

ব্রাজিল

ইরান

সুইডেন

কেনিয়া


Description (বিবরণ) :

প্রশ্ন: ২০০৪ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করেন কোন দেশের নাগরিক?

ব্যাখ্যা: ২০০৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কেনিয়ার ওয়ানগারি মাথাই। পরিবেশ রক্ষায় Green belt movement , এর জন্য প্রথম আফ্রিকান নারী হিসেবে তিনি নোবেল পুরস্কার পান । ২০১৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। ২০১৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানয়েল সান্তোস।


Related Question

২০০৪ সালের ভয়ংকর সুনামি ঢেউয়ের গতি ছিল ঘন্টায় ----

১০০-২০০ কি.মি

৩০০-৪০০ কি.মি

৭০০-৮০০ কি.মি

৯০০-১০০০ কি.মি

২০০৪ সালে বিশ্ব অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়?

সিডনি,অস্টেলিয়া

এথেন্স , গ্রিস

বার্সিলোনা , স্পেন

আটলান্টা. যুক্তরাষ্ট্র