ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত?
৫৪৫
৫৪৩
৬১০
৪১৫
Description (বিবরণ) :
প্রশ্ন: ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত?
ব্যাখ্যা: দ্বি - কক্ষ বিশিষ্ট ভারতীয় কেন্দ্রীয় পার্লমেন্টের নিম্নকক্ষের নাম লোকসভা। ভারতের সংবিধান অনুযায়ী লোকসভার আসন সংখ্যা হতে পারবে সর্বোচ্চ ৫৫২ । তবে বর্তমান লোকসভার সদস্য সংখ্যা ৫৪৫ । এর মধ্যে নির্বাচিত সদস্য সংখ্যা ৫৪৩।
Related Question
ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মীরীদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে-----।
জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী গণভোট অনুষ্ঠান
সিমলা চুক্তি অনুযায়ী সমস্যার সমাধান করা
পাকিস্তানের সাথে যোগ দিতে না দিয়ে স্বাধীন রাষ্ট্রে পরিণত করা
সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা
কোন নদীর ভারতীয় অংশের নাম বরাক
পদ্মা
মেঘনা
যমুনা
তিস্তা
ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত?
৫৪৩
৫৪৫
৪১৪
৫৪০
ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই?
আসাম
মিজোরাম
ত্রিপুরা
নাগাল্যান্ড
বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর----
পেট্রাপোল
কৃষ্ণনগড়
ডউকি
মোহাদিপুর
ভারতীয় আর্য ভাষার নিদশর্ন যে গ্রন্থে পাওয়া যায়, তার নাম?
বামায়ণ
মহাভারত
ঋগ্বেদ
চর্যাপদ