ভারতের কোন রাজ্যের রাজধানী ইম্ফল?

মিজোরাম

অরুণাচল

মণিপুর

মেঘালয়


Description (বিবরণ) :

প্রশ্ন: ভারতের কোন রাজ্যের রাজধানী ইম্ফল?

ব্যাখ্যা: ভারতের 'সেভেন সিস্টার্স' খ্যাত সাতটি রাজ্যের চারটির নাম এখানে উল্লেখ করা হয়েছে। যার মধ্যে মণিপুরের রাজধানী ইম্ফল। অন্যদিকে, মিজোরামের রাজধানী আইজল, মেঘালয়ের রাজধানী শিলং এবং অরুণাচলের রাজধানী ইটানগর।


Related Question

কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?

ত্রিপুরা

মিজোরাম

মনিপুর

মেঘালয়

বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই?

বান্দরবান

চাঁপাইনবাবগঞ্জ

পঞ্চগড়

দিনাজপুর

টিপাইমুখ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

আসাম

মেঘালয়

মনিপুর

মিজোরাম

ভারতের কোন রাজটি বাংলাদেশের সীমান্তে অবন্থিত নয়-

মেঘালয়

ত্রিপুরা

আসাম

নাগাল্যান্ড

টিপাইমুখ বাঁধ ভারতের কোন প্রদেশে অবস্থিত ?

মেঘালয়

মিজোরম

মণিপুর

অরুনাচল

কোনটিই নয়