’পার হইয়া’ এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে :
পার হয়ে
পারায়ে
পেরিয়ে
পার হইয়ে
Description (বিবরণ) :
প্রশ্ন: ’পার হইয়া’ এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে :
ব্যাখ্যা:
সাধুভাষায় সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠনপদ্ধতি মেনে চলে।আর চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্ত বা পরিবর্তিত হয়ে সহজতর রূপ লাভ করে।যেমন:
সাধু রীতি - চলিত রীতি
পার হয়ে - পেরিয়ে
Related Question
’পারি’ অর্থ ‘সমর্থ বা সক্ষম’ পাড়ি অর্থ কোনটি?
সক্ষম হই
পারাপার
পারব
আকুল
কোনোটিই নয়