শেনজেন চুক্তি হচ্ছে -----
বাণিজ্য চুক্তি
কর হ্রাস করা চুক্তি
অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
এর কোনোটিই নয়
Description (বিবরণ) :
প্রশ্ন: শেনজেন চুক্তি হচ্ছে -----
ব্যাখ্যা: জল, স্থল ও আকাশ পথে এক ভিসায় কিংবা ভিসা ব্যতীত জাতীয় পরিচয়পত্র দিয়ে ইউরোপ ভ্রমণ করার লক্ষ্যে ১৯৮৫ সালের ১৪ জুন লুক্সেমবার্গের শেনজেন শহরে স্বাক্ষরিত চুক্তি। ১৯৮৫ সালে বেলজিয়াম , ফ্রান্স, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ড এ চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির ফলশ্রুতিতে ১৬ মার্চ ১৯৯৫ থেকে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
Related Question
শেনজেন চুক্তি হচ্ছে-
বাণিজ্য চুক্তি
অবাদ চলাচল সংক্রান্ত চুক্তি
করহ্রাস করা চুক্তি
অস্ত্রবিরতি
কোনটিই নয়
কোথায় শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয়?
১৯৯৫ সালে ডেনমার্কে
১৯৮৪ সালে বেলজিয়ামে
১৯৮৫ সালে লুক্সেমবার্গে
১৯৯৬ সালে হাঙ্গেরিতে