কোন বাক্যে সাধু ও চলিত রীতির মিশ্রণ ঘটেছে?

পাখি সব করে রব

উদ্ভিদের প্রাণ আছে

অতঃপর তারা চলিয়া গেল

ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর

হাঁসগুলি নদীতে সাঁতার কাটিতেছে


Description (বিবরণ) :

প্রশ্ন: কোন বাক্যে সাধু ও চলিত রীতির মিশ্রণ ঘটেছে?

ব্যাখ্যা:

"অতঃপর তারা চলিয়া গেল" - বাক্যে সাধু রীতি ও চলিত রীতির মিশ্রণ ঘটেছে,অর্থাৎ বাক্যটি গুরুচণ্ডালী দোষযুক্ত।যদি বাক্যটিকে সাধু রীতিতে লেখা হয়,তাহলে বাক্যটি হবে -

"অতঃপর তাহারা চলিয়া গিয়েছিল।" আর যদি চলিত রীতিতে লেখা হয়,তাহলে বাক্যটি হবে -

অতঃপর তারা চলে গেল।


Related Question

কোন বাক্যে 'মাথা' শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত?

তিনিই সমাজের মাথা

মাথা খাটিয়ে কাজ করবে

লজ্জায় আমার মাথা কাটা গেল

মাথা নেই তার মাথা ব্যথা

কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?

ধন অপেক্ষা মান বড়

তোমাকে দিয়ে কিছু হবে না

ঢং ঢং ঘন্টা বাজে

লেখাপড়া কর, নতুবা ফেল করবে

কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?

আমি ভাত খাচ্ছি

আমি ভাত খেয়ে স্কুলে যাব

আমি দুপুরে ভাত খাই

তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠ

কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?

ওরা কি করে?

আপনি আসবেন

আমরা যাচ্ছি

তোরা খাসনে

কোন বাক্যে 'মাথা' শব্দটি বুদ্ধি অর্থে ব্যাবহৃত হয়েছে?

তিনিই সমাজের মাথা

মাথা খাটিয়ে কাজ করবে

লজ্জায় আমার মাথা কাটা গেলো

মাথা নেই তার মাথা ব্যাথা

‘দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন বাক্যের অন্তর্ভূক্ত?

বিষের বাঁশী

সিন্ধু হিন্দোল

সাম্যবাদী

নতুন চাদ