আকাশে বিজলী চমকায় ------
দুই খণ্ড মেঘ পর পর এলে
মেঘের মধ্যে বিদ্যুৎ কোষ তৈরি হলে
মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
Description (বিবরণ) :
প্রশ্ন: আকাশে বিজলী চমকায় ------
ব্যাখ্যা: 'ধনাত্মক' ও 'ঋণাত্মক' চার্জযুক্ত দুটি মেঘ কাছাকাছি আসলে আকর্ষণের ফলে চার্জ এক মেঘ থেকে অন্য মেঘে দ্রুত ছুটে যায়। ফলে ইলেকট্রনের (চার্জ) গতিপথে যে তীব্র আলোক উৎপন্ন হয় তাকে বিজলী চমাকনো বলে।
Related Question
আকাশে বিজলী চমকায় ----
দুই খন্ড মেঘ পরস্পর সংঘর্ষে এলে
মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
মেঘে বিদ্যুৎ পরিবাহী কোষ তৈরি হলে
মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
আকাশে বিজলী চমকায় -
মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
দু খন্ড মেঘ পরস্পর সংঘর্ষে এলে
মেঘের মধ্যে বিদ্যুৎ কোষ তৈরি হলে
মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে