প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়-----।

উপমিত

উপমান

উপমেয়

রূপক


Description (বিবরণ) :

প্রশ্ন: প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়-----।

ব্যাখ্যা: 'উপমান' শব্দের অর্থ 'তুলনীয় বস্তু'। অর্থাৎ প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে অন্য কোনো পরোক্ষ বস্তুর তুলনা করা হলে ঐ প্রত্যক্ষ বস্তুটিকে 'উপমেয়' বলা হয়। পক্ষান্তরে , যার সাথে উপমা দেয়া হয় বা তুলনা করা হয় তাকে 'উপমান' বেল। যেমন - 'পদ্মআঁখি' শব্দটিতে পদ্মের সাথে আখিঁর উপমা দেয়া হয়েছে। সুতরাং 'পদ্ম' উপমান এবং আঁখি' উপমেয়। 'উপমান' ও 'উপমেয়' পদের সমাস হলে যদি উপমেয়ের অর্থ প্রধান রুপে প্রতীয়মান হয় তাকে উপমিত সমাস হলে। যেমন - পুরুষ সিংহের ন্যায় = পুরুষসিংহ এবং যে স্থলে উপমান ও উপমেয় সমাস হয়েছে এবং উভয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয়েছে তাকে রুপক সমাস বলে। যেমন - ফুল রুপ কুমারী = ফুলকুমারী।


Related Question

"গ্রীন হাউজ ইফেক্টের' পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কি হবে?

উত্তাপ অনেক বেড়ে যাবে

নিম্নভূমি নিমজ্জিত হবে

নাইক্লোনের প্রবণতা বাড়বে

বৃষ্টিপাত কমে যাবে

নিচের কোনটি প্রত্যক্ষ খরচ নয়?

শুল্ক

দপ্তর খরচ

মজুরি

ক্রয় পরিবহন

নিচের কোনটি আপদ (Hazard) এর প্রত্যক্ষ প্রভাব?

অর্থনৈতিক

সামাজিক

পরিবেশগত

অবকাঠামোগত

বৈশ্বিক উষ্ণতার কারনে বাংলাদেশের সব থেকে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি হবে -

উত্তাপ অনেক বেড়ে যাবে

নিম্নভূমি ডুবে যাবে

সাইক্লোন প্রবণতা বাড়বে

বৃষ্টিপাত কমে যাবে

নিচের কোনটিকে প্রত্যক্ষ সাক্ষ্য (Direct Evidence) হিসেবে গণ্য করা যায়?

যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী তা দেখেননি বা শুনেননি।

যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী তা দেখেননি।

যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী স্বয়ং উহা দেখেছেন।

যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী তা অন্যের অভিমতের ভিত্তিতে প্রাপ্ত।