জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?
বি এ সিদ্দিকী
খাজা ওয়াসিউদ্দিন
হুমায়ুন রশীদ চৌধুরী
শমসের মবিন চৌধুরী
Description (বিবরণ) :
প্রশ্ন: জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?
ব্যাখ্যা: হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের ৩৯ তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এ সময় সাধারণ পরিষদের বেশ কটি অধিবেশনে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে সভাপতিত্ব করেন। ১৯৮৬ সালের ১৬ ডিসেম্বর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতির দ্বায়িত্ব লাভ করেন।
Related Question
বাংলাদেশ কতো সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
১৯৭৫
১৯৭১
১৯৭৩
১৯৭৪
জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন-----
উ থান্ট
ট্রিগভেলি
দ্যাগ হ্যামারশোল্ড
কুট ওয়াল্ডহেইম
বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা-----
১৫৬
১৫৭
১৫৮
১৯৩
জাতিসংঘ দিবস পালিত হয় -----
২৪ অক্টোবর
২৪ আগস্ট
২৪ ডিসেম্বর
২৪ নভেম্বর
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ?
১২৫ তম
১২৯ তম
১৩৬ তম
১৪৬ তম