I shall not--- the examination this year.
give
appear at
sit
go for
Description (বিবরণ) :
প্রশ্ন: I shall not--- the examination this year.
ব্যাখ্যা: এটি একটি 'collocation' সমস্যা । সংক্ষেপে collection হলো ভাষার শব্দ চয়নের যথার্থতা ও এক শব্দের সাথে অন্য শব্দের পাশে আরেকটি শব্দ ব্যবহার করতে পানি না। যেমন : weather permitting' - এর পরিবর্তে 'weather allowing ' বললে ভুল হবে, যদিও allow এবং permit - এর অর্থ প্রায় এক। কারণ এটা ভাষার internal melody - কে নষ্ট করে। ঠিক এভাবে headache - এর সাথে ' bad' adjective ই বেশি খাপ খায় এবং natural মনে হয়। 'strong' ও 'serious' natural হয় না। সুতরাং option (ঘ) ই সঠিক answer .