কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে?
পেট্রোল ইঞ্জিনে
ডিজেল ইঞ্জিনে
রকেট ইঞ্জিনে
বিমান ইঞ্জিনে
Description (বিবরণ) :
প্রশ্ন: কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে?
ব্যাখ্যা: মোটর গাড়ির যে প্রকোষ্ঠে বায়ু ও পেট্রোল মিশ্রিত করা হয় তাই হলো কার্বুরেটর। বায়ু ও পেট্রোলের মিশ্রণ তৈরি হওয়ার পরে এটিকে দহন প্রকোষ্ঠে পাঠিয়ে দেয়া হয়। সব ইঞ্জিনে কার্বুরেটর থানে না। শুধু পেট্রােল ইঞ্জিনে ৩ টি থাকে।
Related Question
ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সঙ্গে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে?
বাষ্পীয় ইঞ্জিন
অন্তর্দহন ইঞ্জিন
স্টারলিং ইঞ্জিন
রকেট ইঞ্জিন