শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করাকে কি বলে?

সমীভবন

বিষমীভবন

সম্প্রকর্ষ

স্বরসঙ্গতি

কোনটিই নয়


Description (বিবরণ) :

প্রশ্ন: শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করাকে কি বলে?

ব্যাখ্যা:

শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করলে, তাকে সমীভবন বলে। যেমন: জন্ম>জম্ম, কাঁদনা> কান্না ইত্যাদি।


Related Question

"আনারস" এবং "চাবি" শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে---

পর্তুগিজ ভাষা থেকে

আরবি ভাষা থেকে

দেশী ভাষা থেকে

ওলন্দাজ ভাষা থেকে

'রত্নাকর' শব্দটির সন্ধি বিচ্ছেদ ----

রত্না + কর

রত্ন + কর

রত্না + আকার

রত্ন + আকর

কোন দ্বিরুক্ত শব্দজুটি বহুবচন সংকেত করে ?

পাকা পাকা আম

ছি ছি কি করছ

নরম নরম হাত

উড়ু উড়ু মন

কোন বাক্যে 'মাথা' শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত?

তিনিই সমাজের মাথা

মাথা খাটিয়ে কাজ করবে

লজ্জায় আমার মাথা কাটা গেল

মাথা নেই তার মাথা ব্যথা

কোন শব্দে বিদেশী উপসর্গ ব্যবহৃত হয়েছে ?

নিখুঁত

আনমনা

অবহেলা

নিমরাজী

কোনটি তদ্ভব শব্দ ?

চাঁদ

সূর্য

নক্ষত্র

গগন